রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বাড়িতে ঢুকে সাত মণ ধান সাবাড়, শুঁড়ে করে এক বস্তা ধান নিয়ে জঙ্গলে ফিরল হাতি

Pallabi Ghosh | ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৯Pallabi Ghosh


অতীশ সেন, ডুয়ার্স: সাত মণ ধান সাবাড় করেই ক্ষান্ত হল না, যাওয়ার পথে শুঁড়ে করে ধানের বস্তা নিয়ে জঙ্গলে ফিরল হাতি। সেখানে দাঁড়িয়ে আয়েশ করে সাবাড় করল বয়ে আনা সেই ধান। কোনও পোষা বা কুনকি হাতির এমন কাণ্ড নয়, পুরোপুরি বুনো একটি হাতি এমনই ঘটনা ঘটাল মেটেলিতে। 

সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের উত্তর অঞ্চলপাড়ার নমিতা রায় নামের এক বাসিন্দার বাড়িতে খাবারের লোভে হানা দেয় একটি বুনো হাতি। শীতের রাতে ওই বাড়ির সকলেই তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ ঘরের টিনের বেড়া হুড়মুড়িয়ে ভাঙার আওয়াজে তাঁরা উঠে দেখেন, তাঁদের বাড়িতে হানা দিয়েছে একটি হাতি। বাড়ির সকলে প্রাণ হাতে করে কোনও রকমে বাড়ি থেকে পালিয়ে বাঁচেন। এর পরই হাতিটি নিশ্চিন্তে সেই বাড়িতে মজুত ধান খাওয়াতে মন দেয়। 

গ্রামে হাতির হানার বিষয়টি বুঝতে পেরে, কিছুক্ষণ পর স্থানীয়রা চিৎকার করা শুরু করলে হাতিটি বিরক্ত হয়ে আবার জঙ্গলের পথ ধরে। তবে যাওয়ার সময় সকলকে অবাক করে শুঁড়ে পেচিয়ে একটি ধানের বস্তা নিয়ে সে দুলকি চালে রওনা দেয়। জঙ্গলে ফিরে সেই খাবারও সাবাড় করে হাতিটি। ঘটনায় ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত ও বিস্মিত। গ্রামে হাতির হানা রুখতে তাঁরা রাতে বনকর্মীদের টহলদারীর দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁদের সার্চ লাইট বিতরণ করার দাবিও স্থানীয়রা বনকর্মীদের জানান। ঘটনায় বনদপ্তরের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।  

অরণ্যের আয়তন হ্রাস, জঙ্গলে খাদ্যাভাব, জঙ্গল লাগোয়া এলাকায় বসতি স্থাপন ও চাষাবাদের জেরে বদলাচ্ছে ডুয়ার্সের হাতিদের খাদ্যাভ্যাস। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হাতির দলের রান্নাঘর, ভাঁড়ার ঘর এবং জঙ্গল লাগোয়া স্কুলগুলিতে হানা দিয়ে সেখানে রাখা খাবার, রেশন ও মিড-ডে-মিলের চাল উদরসাৎ করা কিংবা গালামালের দোকান ভেঙে মুখরোচক খাবার খাওয়ার ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়াচ্ছে। 

ইদানিং হাতির দলের একই রাতে একাধিক ব্যক্তির রান্নাঘরে হানা দিয়ে আনাজপাতি ও লবণ খাবার ঘটনা ঘটতেও দেখা যাচ্ছে। পরিবেশপ্রেমীরা হাতির খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং তাদের দেহে প্রাকৃতিক খনিজ লবণের ঘাটতিকেই এর কারণ হিসেবে দেখছেন। জঙ্গলে যে সমস্ত খাবার প্রাকৃতিকভাবে পাওয়া যায়, তার তুলনায় অধিক পুষ্টিকর ও ক্যালোরি যুক্ত খাবার সহজে লাভ করার লোভেই হাতির দল এখন লোকালয়ে হানা দিচ্ছে। মুদি দোকান, রেশানের গোডাউন এবং বাড়ির ভাঁড়ারঘর'কে তারা টার্গেট বানাচ্ছে। 

হাতির দলের আরেক পছন্দের টার্গেট এখন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুল। সাধারণত এই স্কুল গুলির পরিকাঠামো খুব একটা ভাল নয়। ইটের দেওয়াল ও টিনের চালের এই স্কুলগুলি ভেঙে ভেতরে ঢুকতে তাদের খুব একটা বেগ পেতে হচ্ছে না। এছাড়াও স্কুলে হানা দিলে গৃহস্থের বাড়ির মতো প্রতিরোধের সম্মুখীনও তাদের কম হতে হয়। মিড-ডে-মিলের জন্য প্রতিটি স্কুলেই মজুত রাখা হয় চাল, ডাল ও আনাজপাতি। সহজেই হাতির দল তা খেয়ে জঙ্গলে ফিরছে।

হাতির হানা ঠেকাতে জঙ্গল লাগোয়া এলাকায় হাতির পছন্দের ফসল চাষের বদলে বিকল্প চাষ, বাড়িতে বেশি পরিমান আনাজ মজুত না করা, আনাজ মজুত করতে হলে বাড়িতে কিম্বা স্কুলের ভেতরেই গর্ত করে একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার নির্মাণ করে সেখানে চাল-ডাল মজুত, গ্রামে হাতি ঢোকার বিষয়টি জানতে অ্যালার্ম সিস্টেম স্থাপনের মতোও বিভিন্ন পদক্ষেপ সহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান অনেকাংশেই করা সম্ভব বলে জানা গিয়েছে।


#dooars#westbengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বাইকে সজোরে ধাক্কা বেপরোয়া ট্রাকের, পিষে মৃত্যু হল বাবা-ছেলের ...

জলের পাইপ নিয়ে বিবাদ, বেলডাঙায় খুন পুরসভার অস্থায়ী কর্মী, আহত আরও ১...

ভরা বাজারে হঠাৎ ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং, রানাঘাটে ভয়াবহ দুর্ঘটনায় আহত ৬ ...

ঠগের ফাঁদ পাতা ভুবনে! ফের ডিজিটাল অ্যারেস্টের হুমকি, শোরগোল বর্ধমানে ...

৫০০কোটি টাকারও বেশি উপহারের ডালি নিয়ে মুর্শিদাবাদে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ...

মক ফায়ার ড্রিলের আয়োজন করল আইওসিএল, সচেতনতা তৈরি করতে উদ্যোগ...

মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চলছে জোর তৎপরতা...

গাড়ির মধ্যে লুকিয়ে ছিনতাই না অপহরণের ছক? যুবককে আটক করে তদন্ত শুরু পুলিশের ...

বাড়ির মধ্যেই গর্তে পড়ল শিশু, অনেক পরে নজরে পড়ল পরিবারের, খুদের মর্মান্তিক পরিণতি জানলে আঁতকে উঠবেন...

ভারতীয় ভুখণ্ডে ঢুকে বাংলাদেশি লুটেরাদের ফসল লুঠের চেষ্টা, বিএসএফকে লক্ষ্য করে বোমা, তারপর?...

অতর্কিতে ঢুকে স্বাস্থ্যকর্মীর গলায় কোপ, হইহই কাণ্ড হাসপাতালজুড়ে...

ভাসুরের নাবালক ছেলেকে নিয়ে দিনের পর দিন উদ্দাম যৌনক্রিয়া, গ্রেপ্তার কাকিমা...

গঙ্গাসাগরে লক্ষ্মীলাভ পূর্ব রেলেরও, মেলার পাঁচ দিনে কত আয় হল? জানলে চমকাবেন...

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ৭২ ঘণ্টা পর পুলিশের জালে এক, পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেপ্তার জাকির...

কাঁটাতারের বেড়ায় ঠনঠন করে কাচের বোতলের আওয়াজ, সীমান্তে বড় পদক্ষেপ বিএসএফের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24